করোনার লক্ষণ নিয়ে চীন ফেরত বাংলাদেশি নাগরিক হাসপাতালে
চীন থেকে আসা এক বাংলাদেশি নাগরিককে করোনার প্রাথমিক কিছু লক্ষণ থাকায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে চীন থেকে বাংলাদেশে আসেন সেই যাত্রী। বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে ওই যাত্রীর অতিরিক্ত তাপমাত্রা (জ্বর) ধরা পড়ে। এরপর তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘করোনার প্রাথমিক কিছু লক্ষণ থাকায় চীন থেকে আসা এক বাংলাদেশিকে আমরা কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে আরও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’
এ বিষয়ে জানতে চাইলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন সহকারী পরিচালক বিষয়টি এড়িয়ে যান।
তবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসাপাতালের একাধিক সূত্র জানিয়েছেন, কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগের পাশে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য নতুন করে খোলা একটি জায়গায় সন্দেহভাজন ওই রোগীকে রাখা হয়েছে। বিকেল পাঁচটার দিকে তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেয়া হবে বলেও জানিয়েছেন ওই সূত্রগুলো।
No comments: