রোহিঙ্গা গণহত্যা: বাদী-বিবাদীকে যুক্তি উত্থাপনের সময় বেঁধে দিল আইসিজে
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় বাদী এবং বিবাদীকে নিজেদের যুক্তি উত্থাপনে সময় বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত- আইসিজে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সীমা দেওয়া হয়।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৩ জুলাইয়ের মধ্যে মামলার বাদী গাম্বিয়াকে অভিযোগের পক্ষে আইনি যুক্তি তুলে ধরতে হবে। অন্যদিকে নিজেদের নির্দোষ প্রমাণ করতে, ২০২১ সালের ২৫ জানুয়ারির মধ্যে মিয়ানমারকে যুক্ত উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
এর আগে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়ে, অন্তর্বর্তীকালীন আদেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত।
আন্তর্জাতিক আদালতের এই আদেশ পুরোপুরি মেনে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
Tag: world
No comments: