Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » চীনে বিশ্ময়কর দুই ‘জেটম্যান’




জেট বিমানের মতো ডানা লাগিয়ে উড়ে বেড়ানো। তাও আবার গুহার ভেতর দিয়ে। হ্যাঁ, চীনের ঝাংজিয়াজিতে এমনই রোমাঞ্চকর এক কাণ্ড করেছেন দুই জেট আরোহী। ভিঞ্চ রেফেত ও ফ্রেড ফিউগেন নামের এই দুই জেটমানব তাদের অভিনব যাত্রা দিয়ে মুগ্ধ করেছেন। জেটবিমান। যাকে নিয়ন্ত্রণ করে তার পাইলট। কমবেশি আকাশেও উড়তে দেখা যায় সহসাই। কিন্তু জেটমানব? এ আবার কি? অবাক হওয়ার মতো বিষয় হলেও চীনের ঝাংজিয়াজি-তে দেখা মিললো এমনই দুই জেটমানবের। পিঠে কার্বনের তৈরি জেট বিমানাকৃতির ডানা চাপিয়ে ৪০০ কিলোমিটার গতি বেগে উড়ে বেড়ান এই দুই জেটমানব। যা সাধারণ মানুষের মনে দেয় রোমাঞ্চের দোলা। জেটমানব ভিঞ্চ রেফেত বলেন, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। এটা সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা। মনে হচ্ছে আমি উপর থেকে পুরো জগতটা দেখছি। যেনো আমি স্বর্গে নামছি। অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। জেটমানবদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো থিয়ানমেন গুহা বা স্বর্গের দরজা পার করা। জেটমানব ফ্রেড ফিউগেন বলেন, আমরা অনেক দ্রুতগতিতে উপর থেকে উড়ছিলাম। একটু ভয় তো লেগেছেই। আর যখন পাহাড়ের ঐ গর্ত দিয়ে ঢুকলাম, মনে হয়েছে এই বুঝি লেগে গেলো। দারুণ রোমাঞ্চ কাজ করেছে তখন। শুধু চীনাবাসী নয়, জেটমানবদের রোমাঞ্চকর এই যাত্রা উপভোগ করেছে চীনে আসা পর্যটকরাও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply