ঢাকাকে বড় স্কোর করতে দেয়নি রংপুর
রংপুরের বিপক্ষে বড় স্কোর করতে পারেনি ঢাকা প্লাটুন। দিনের দ্বিতীয় খেলায় নির্ধারিত ওভাবে ৯ উইকেট হারিয়ে ১৪৫ করে মাশরাফির ঢাকা প্লাটুন।
এর আগে, টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে ঢাকা। দলীয় ২৬ রানের মাথায় ১১ করে বিদায় নেন ওপেনার এনামুল। অন্যদিকে নিজেকে খুঁজে ফিরে চলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ৩৮ বলে ৫ চারে করেন ৪০ রান।
এরপর নামের প্রতি কোন ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। একে একে ফিরে গেছেন মেহেদী, মুমিনুলরা। তবে, শেষ দিকে পাকিস্তানে শাবান খান ১৯ বলে ৩১ রানের অসাধারণ ইনিংস খেলেন। এতে ১৪৫ রানের পুঁজি পায় ঢাকা। অন্যদিকে রংপুরের হয়ে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। দুই উইকেট নেন মোহাম্মদ নবী।
স্কোর:
ঢাকা প্লাটুন ১৪৫-৯ (ওভার ২০)
তামিম ইকবাল ৪০ (৩৮)
এনামুল হক বিজয় ১১ (৭)
মেহেদী হাসান ১ (৬)
আরিফুল হক ১৩ (১২)
মুমিনুল হক ৭ (৮)
আসিফ আলী ৯ (১২)
থিসারা পেরারা ১০ (৯)
শাদাব খান ৩১ (১৯)
ফাহিম আশরাফ ৫ (৬)
মাশরাফি ৬ (২)
হাসান মাহমুদ ০ (০)
বোলার:
আরাফাত সানি ৩-০-১৯-০
মুস্তাফিজুর রহমান ৪-০-৩৪-২
লুইস গ্রেগরি ৪-০-২৮-১
তাসকিন আহমেদ ৪-০-৩২-০
মোহাম্মদ নবী ৪-০-২১-০
ক্যামেরুন ডেলোপোর্ট ১-০-৯-০
Tag: games
No comments: