বঙ্গবন্ধু‘র জন্ম শতবার্ষিকী ক্ষণ গণনা শুরু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ক্ষণ গণনা উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা , জন্ম শতবার্ষিকী ক্ষণ গণনা চালু, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রার বিকালে মেহেরপুর জেলাপ্রশাসনের চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ঘড়ির কাঁটা সবেমাত্র ৫ পাঁচটা পেরিয়েছে। বড় পর্দায় জয় বাংলা ধ্বনিতে মুখরিত ঠিক সেই সময়ই লাল বাতিতে জ্বলে উঠলো ৬৬ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট ৫১ সেকেন্ড। সঙ্গে সঙ্গে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে উঠলো। লালবাতিতে জ্বলে উঠে দিন ঘন্টা মিনিট এবং সেকেন্ড হিসাবের ঘড়ি চালু হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ক্ষণ গণনা শুরু হয়। সন্ধ্যার ঠিক প্রাক্কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণ গণণার উদ্বোধন করেন। আর এ উদ্বোধন অনুষ্ঠান মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বড়পর্দাায় ধারন করে দেখানোর ব্যবস্থা করাহয়।
এর আগে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গণি, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইবাদত, হোসেন তৌফিকুর রহমান,পৌর মেয়র মাহফুজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, সহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ সেখানে উপস্থিত হন। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
No comments: