জীবনের চেয়ে কখনোই ক্রিকেট আগে না: মুশফিক
পাকিস্তানে শুধু টি-টুয়েন্টি সিরিজে নয়, পুরো সফরেই মুশফিকুর রহিমকে পাবে না বাংলাদেশ। জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেনো দেশটিতে যাবেন না বিপিএলের ফাইনাল শেষে ব্যাখ্যা করেছেন সে কারণও।
মুশফিক জানিয়েছেন পাকিস্তানে গিয়ে খেলতে পরিবারের আপত্তির কারণেই এ সিদ্ধান্ত, ‘কারণটা পারিবারিক। বিসিবি এটা মেনে নিয়েছে (না যাওয়ার সিদ্ধান্ত)। অফিসিয়ালি চিঠিও দিয়েছি। পরিবারে যারা আছেন, তারা ভয়ে শঙ্কিত। এমন অবস্থায় আমি মানসিকভাবে ঠিক থেকে গিয়ে খেলতে পারি না।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘বাংলাদেশ দলের একটা সিরিজে বিশ্রাম নিতে হবে, এটার চেয়ে বড় পাপ আমার জন্য হতে পারে না। আমার কিন্তু সুযোগ ছিল পিএসএলের মতো বড় টুর্নামেন্টে খেলার। প্রথমেই না করে দিয়েছি। কারণ, জানি পুরো পিএসএল পাকিস্তানে হবে। তখনই বলেছি যেহেতু পরিবারও আমাকে অনুমতি দিচ্ছে না। পাকিস্তানের অবস্থা হয়ত আগের চেয়ে অনেক বেটার। আরও দুই-তিনটা বছর ধীরে ধীরে যদি অন্য দেশও যায়, তখন হয়ত আত্মবিশ্বাস আসবে।’
‘পাকিস্তানে আগেও সফর করেছি। ২০০৮ সালে সন্ত্রাসী হামলার আগে। পাকিস্তান ক্রিকেটীয় সুযোগ সুবিধার দিক থেকে অনেক ভালো একটা জায়গা। উপমহাদেশের ক্রিকেট বিচারে অসাধারণ। উইকেটও অনেক ভালো। অবশ্যই অনেক মিস করব। যদি আগামী ২-৩ বছর ধারাবাহিকভাবে পাকিস্তানের অবস্থা ভালো থাকে, তাহলে না যাওয়ার কোনো কারণ থাকবে না।’
বিপিএলে প্রথমবার ফাইনাল খেললেন মুশফিক। যদিও খুলনা টাইগার্সকে চ্যাম্পিয়ন করাতে পারেননি। রাজশাহী রয়্যালসের কাছে হার প্রসঙ্গে বললেন, ‘প্রথমবার ফাইনাল খেললাম, পরেরবার হয়ত চ্যাম্পিয়ন হবো।’
Tag: games
No comments: