সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে। এরই মধ্যে গতকাল মধ্যরাতে প্রার্থীরা তাদের প্রচারণা শেষ করেছেন। নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সকাল ৮টায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
এদিকে, নির্বাচন উপলক্ষ্যে নগরীতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ-র্যাবের পাশাপাশি মাঠে আছে বিজিবিও। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয় চলবে বিকাল ৪টা পর্যন্ত।
Tag: Featured
No comments: