লঙ্কানদের গুঁড়িয়ে সিরিজ কোহলির ভারতের
টি-টুয়েন্টিতে ২০২ রানের লক্ষ্য এমনিতেই কঠিন, সেটা যদি হয় ভারতের মতো বৈচিত্র্যময় বোলিং আক্রমণের বিরুদ্ধে তাদেরই মাটিতে, তাহলে তো কথাই নেই। পরিবর্তনের মধ্য দিয়ে যেতে থাকা শ্রীলঙ্কা লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি, হেরেছে ৭৮ রানের বড় ব্যবধানে।
শুক্রবারের জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-০তে বাগিয়ে নিয়েছে কোহলির ভারত। প্রথম ম্যাচটি গেছে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের পেটে!
পুনেতে শুরুতে ব্যাট করতে নামা ভারতের উদ্বোধনী জুটিতেই এসেছে ৯৭ রান। ১১তম ওভারে এসে ৩৬ বলে ৫২ করে থামেন ওপেনার শেখর ধাওয়ান। ৩৬ বল খেলে সর্বোচ্চ ৫৪ করেছেন আরেক ওপেনার লোকেশ রাহুল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মনিষ পান্ডে পরে ১৮ বলে অপরাজিত ৩১, আর অধিনায়ক বিরাট কোহলি ১৭ বলে ২৬ রান করে ৬ উইকেটে ২০১ রানের সংগ্রহ এনে দের ভারতকে।
জবাবে ধনঞ্জয়া ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথুজ বাদে দুইঅঙ্কে পৌঁছাতে পারেননি আর কোনো সফরকারী ব্যাটসম্যানই। ৩৬ বলে ডি সিলভার ৫৭ ও ২০ বলে ম্যাথুজের ৩১ রানে কোনরকমে একশো রানের ঘর পেরিয়েছে লঙ্কানরা। ২৫ বল বাকি থাকতে অলআউট হয়েছে ১২৩ করে।
২৮ রানে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার নবদ্বীপ সাইনি। ২টি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর।
Tag: games
No comments: