ঢাকা সিটি নির্বাচনকে সামনে রেখে মিথ্যাচার করছে বিএনপি
। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সকালে দলের সভাপতি মণ্ডলীর বৈঠক হয়।
এরপরই, এক বিবৃতিতে ওবায়দুল কাদের অভিযোগ করেন, অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বিরোধীরা। নির্বাচন চলাকালে পরিস্থিতি অশান্ত করার লক্ষ্যে ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে এসে রাজধানীতে জড়ো করা হয়েছে বলেও অভিযোগ তার। ওবায়দুল কাদেরের দাবি, প্রত্যেক কেন্দ্রে কমপক্ষে ৫০০ সন্ত্রাসী রাখার পরিকল্পনা বিএনপি’র।
No comments: