ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক আসছেন ঢাকায়
২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল ব্রাজিলকে। ওই ম্যাচে স্বাগতিকদের গোলরক্ষক ছিলেন জুলিও সিজার। ক্যারিয়ারে হয়তো এটাই সবচেয়ে বাজে ম্যাচ ছিল। জাতীয় দল ছাড়াও দীর্ঘদিন খেলেছেন ইন্টার মিলানের হয়ে। ইতালিয়ান দলটির হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা এই তারকা এবার আসছেন ঢাকায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল মুজিববর্ষে একাধিক ফুটবল কিংবদন্তি আনা হবে দেশে।
জুলিও সিজারের আসার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ফেডারশন সভাপতি কাজী মো. সালাহউদ্দিন নিজেই।
আগামী ২২ জানুয়ারি সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসবেন সিজার।
দিনভর ব্যস্ত সময় কাটানোর কথা রয়েছে তার। এমটাই জানিয়েছে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৮৭ ম্যাচে অংশ নিয়েছেন। ব্রাজিলের জার্সিতে দুইবার কনফেডারেশন কাপ ও একবার কোপা আমেরিকা জিতেছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। ব্রাজিলিয়ান দল ফ্লেমেঙ্গোর হয়ে শুরু করলেও ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার করেছেন ইউরোপে।
ইন্টারেরর হয়ে অংশ নিয়েছেন ২২৮টি ম্যাচে। চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততেও অবদান রয়েছে তার।
ক্যারিয়ারের শেষদিকে ইংলিশ দল কুইনপার্ক রেঞ্জার্স ও পর্তুগিজ দল বেনফিকার গোল পোস্ট সামলিয়েছেন জুলিও সিজার।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাফুফের বিশেষ আয়োজন হিসেবে আনা হচ্ছে ব্রাজিলের কিংবদন্তি এই গোলরক্ষককে।
Tag: games
No comments: