সোলাইমানি হত্যার কারিগর মাইকেল অ্যান্ড্রু কে ছিলেন?
ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার কারিগর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি’ (সিআইএ) এর কর্মকর্তা মাইকেল অ্যান্ড্রু নিহত হয়েছেন।
আফগানিস্তানের গজনিতে সোমবার (২৭ জানুয়ারি) তালেবানরা মার্কিন বিমান বিধ্বস্ত করলে তিনি মারা যান বলে একাধিক রুশ ও ইরানি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
মাইকেল অ্যান্ড্রুকে ২০১৭ সালে সিআইএ’র ইরান বিষয়ক মিশন সেন্টারের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।
ডেইলি মিরর জানায়, ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা ও ড্রোন হামলায় তাকে হত্যার অভিযান পরিচালনারও নেপথ্যেও ছিলেন মাইকেল অ্যান্ড্রু।
অ্যান্ড্রু যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। ১৯৭৯ সালে সিআইএতে যোগ দেন অ্যান্ড্রু। তিনি কর্মজীবনে বিদেশ মিশনে বেশ সফল ছিলেন। যুক্তরাষ্ট্রের তানজানিয়া দূতাবাসের কর্মকর্তা হিসেবে তার কাগজপত্র সরবরাহ করা হতো এবং বিশ্বের বিভিন্ন জায়গায় দূতাবাসের কর্মকর্তা পরিচয়ে কাজ করতেন।
ইরান বিষয় মিশন সেন্টারে দায়িত্ব পাওয়ার আগে তিনি মিশরের কায়রোতে এবং ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে প্রধান স্টেশন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
Tag: Featured
No comments: