যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার সাথে স্বাভাবিক হতে শুরু করেছে তেল-স্বর্ণের বাজার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ উত্তেজনার এক সপ্তাহের মাথায় স্বাভাবিক হতে শুরু করেছে আন্তর্জাতিক তেল ও স্বর্ণের বাজার। কয়েকদিনের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ঊর্ধ্বমুখী মুদ্রা ও পুঁজিবাজারও।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ রাখার পর বৃহস্পতিবার থেকে কমতে শুরু করেছে তেলের দাম।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের তেল দুই দশমিক চার-নয় শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৬৫ দশমিক সাত-আট ডলারে।
আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের তেলের দাম কমেছে চার শতাংশ। সাত বছরে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ১৬শ’ ডলার ছাড়িয়ে গিয়েছিল। এক শতাংশ কমে যা এখন দাঁড়িয়েছে ১৫শ’ ৫৯ দশমিক তিন-শূণ্য ডলারে।
এছাড়া এশিয়ার প্রধান সব পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। ইউরো-ইয়েনসহ প্রধান ছয় মুদ্রার বিপরীতে বেড়েছে ডলারের দাম
Tag: world
No comments: