Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বাণিজ্য মেলায় ভ্যাট আদায় ৪ কোটি টাকা ছাড়ালো




২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভ্যাট আদায় ৪ কোটি টাকা ছাড়ালো। ভ্যাট কর্মকর্তারা বলছেন, বাকি ৪ দিনে ভ্যাট আদায় হতে পারে আরো ৩ থেকে ৪ কোটি টাকা। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার অস্থায়ী ভ্যাট অফিস থেকে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, মেলা থেকে গত ২৮ দিনে ভ্যাট বাবদ সরকারের আয় হয়েছে ৪ কোটি ১৫ লাখ টাকা। যা গত বছরের ঠিক এই সময়ের তুলনায় ৫৯ লাখ টাকা বেশি। গত বছরের তুলনায় এ বছর বাণিজ্য মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা কম। ক্রেতা-দর্শনার্থীদের চলাফেরায় যেন দুর্ভোগ না পোহাতে হয় সেজন্য মেলার মাঠে ফাঁকা জায়গা রাখা হয়েছে বলে মেলা শুরুর দিকেই জানিয়েছিল এর আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি। ভ্যাট কর্মকর্তারা জানান, গত বছরের তুলনায় এ বছর স্টল কম হলেও তারা তাদের দক্ষতায় ভ্যাট আদায় করতে সক্ষম হচ্ছেন। এছাড়া মেলা শুরুর দিকে স্টল ও প্যাভিলিয়নগুলোর নিবন্ধন নং নিয়ে প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্যাট আদায় সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এ জন্য ভ্যাট আদায় হচ্ছে কাঙ্খিত মাত্রায়। বিজ্ঞাপন বিজ্ঞাপন এ বছর মেলার দায়িত্বে থাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের ঢাকা পশ্চিমের উপকমিশনার মো. রেজাউল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, এ বছর মোট স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৪৫০টি। কিন্তু গত বছর আরো বেশি ছিল, ৬৫০ টি। সেই হিসাবে এবার ২০০ স্টল ও প্যাভিলিয়ন কম। তবুও ভ্যাট আদায় গত বারের চেয়ে বেশি। আমাদের অক্লান্ত প্রচেষ্টায় ভ্যাট আদায় করা হচ্ছে। তিনি বলেন, এ বছর মেলা থেকে ৮ কোটি টাকা ভ্যাট বাবদ আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে। মেলার সময় বাড়ানো হতে পারে। আশা করি মেলার বাকি দিনগুলো ও বর্ধিত সময় মিলে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। দুটি শিফটে ২৪ থেকে ২৫ জন ভ্যাট কর্মকর্তা সার্বক্ষণিক ভ্যাট আদায়ে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। কর্মকর্তারা জানান, বিক্রির তথ্য গোপন ও নানা কারণে মেলায় এই পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ টি মামলা দেয়া হয়েছে। এসব মামলার বিপরীতে জরিমানাবাবদ ১০ হাজার টাকা করে আদায় করা হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে রেজাউল হক বলেন, জরিমানাবাবদ এ পর্যন্ত ৪ লাখ টাকা আদায় করা হয়েছে। বাকি মামলাগুলোরও জরিমানা আদায় করা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply