কাতার প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ
কাতারের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি পদত্যাগ করেছেন। তার স্থলে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি।
বিন নাসের সম্প্রতি পদত্যাগপত্র জমা দিলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন প্রধানমন্ত্রী মনোনিত করেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
কাতারের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী মঙ্গলবার শপথ নিয়েছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। শপথ অনুষ্ঠানে ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানিও উপস্থিত ছিলেন।
কাতার নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন কাতার আমির। নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন।
Tag: world
No comments: