পন্টিংকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন কোহলি
শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েছেন বিরাট কোহলি। শুক্রবার পুনেতে ২৬ রান করেন তিনি। এতে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের মালিক হয়েছেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো। সেই সুবাদে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন এ রানমেশিন।
এ ম্যাচে ১ রান করলেই অধিনায়ক হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতেন কোহলি। সিঙ্গেলস নিয়ে এ মাইলস্টোন পূর্ণ করে এলিট ক্লাবে ঢুকে পড়েন তিনি।
এর আগে ৫ অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার করে রান করেন। বিশ্বে ষষ্ঠ এবং দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এ কীর্তি গড়লেন কোহলি। এতেই পন্টিংকে পেছনে ফেলেছেন তিনি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ইনিংসে ১১ হাজার রানের মালিক হয়েছেন কোহলি। তালিকায় এতদিন শীর্ষে ছিলেন সাবেক অজি অধিনায়ক পন্টিং। ২৫২ ইনিংসে দ্রুততম ক্যাপ্টেন হিসেবে এ রান করেন তিনি। সেখানে ১৯৬ ইনিংস খেলে এ কৃতিত্ব দেখালেন ভারতীয় দলপতি।
একনজরে ১১ হাজারি ৬ অধিনায়ক
১.১৯৬ ইনিংসে অধিনায়ক হিসেবে ১১ হাজার রান করেছেন বিরাট।
২.২৫২ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন পন্টিং।
৩.২৬৪ ইনিংস খেলে এ নজির স্থাপন করেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।
৪.৩১৬ ইনিংস খেলে এ রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বোর্ডার।
৫.৩২৪ ইনিংসে এ উদাহরণ সৃষ্টি করেন ভারতের সাবেক দলনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
৬.৩৩৩ ইনিংসে ১১ হাজার রান পূর্ণ করেন নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।
Tag: games
No comments: