Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সীমান্তে স্থলমাইন সরাতে হবে: মিয়ানমারকে বিজিবি ডিজি




সীমান্তে স্থলমাইন সরাতে হবে: মিয়ানমারকে বিজিবি ডিজি সীমান্তে স্থলমাইন পেতে রাখার দায় সন্ত্রাসীদের ওপর চাপালো মিয়ানমার। বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমার পুলিশ ফোর্সের মধ্যে সীমান্ত সম্মেলনের ব্রিফিংয়ে তারা জানান, এটি কোনো সরকারি বাহিনীর কাজ নয়। তবে বিজিবির ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, যারাই করুক, দুই দেশের স্বার্থেই এ সব সরাতে হবে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার অংশে শূন্য রেখা লাগোয়া মাইন বিস্ফোরণে নিহত আহত হওয়ার ঘটনা ঘটেছে একাধিক। বাংলাদেশ থেকে এসব সরাতে বেশ কয়েকবার তাগিদ দেয়া হলেও, থেকেই গেছে মারনঘাতী এসব বিস্ফোরক। তবে মিয়ানমার পুলিশ ফোর্স এসবের জন্য দায়ী করলো সীমান্ত সন্ত্রাসীদের। ৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হওয়া সীমান্ত সম্মেলনে যৌথ দলিল সইয়ের পর সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। ভাষা জটিলতার কারণে পুলিশ ফোর্সের প্রধান পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থেনের পক্ষে উত্তর দেন তার স্টাফ অফিসার। বিজিবির মহাপরিচালক অবশ্য সাফ বলেছেন, যারাই করুক এসব সরাতে হবে। মিয়ানমার তাতে সম্মত হয়েছে বলেও জানান তিনি। বিজিব প্রধান বলেন, বাংলাদেশের মাটি কোনো সন্ত্রাসী সংগঠন ব্যবহার করতে পারবে না। মিয়ানমারও নিজেদের ভূখণ্ডে, এ বিষয়ে নজর রাখবে বলে আশা তার। পাঁচদিনব্যাপী সম্মেলনে ইয়াবা পাচার, অনুপ্রবেশের বিষয়ে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত এসেছে যৌথ দলিলে। এ বছরের মাঝামাঝি পরবর্তী সীমান্ত সম্মেলন হবে মিয়ানমারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply