,
করেছে মেহেরপুর প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরে প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই হামলা,মামলার শিকার হচ্ছেন।
দেশের সমস্যা,সম্ভাবনা, দূর্নীতি এসব তুলে ধরায়
সাংবাদিকদের পেশাগত কাজ। অথচ দায়িত্ব পালনের সময় প্রায়সই সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে সুষ্ঠু পরিবেশে যাতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেই নিশ্চয়তা চান মেহেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,সাধারণ সম্পাদক আলামিন হোসেন,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য প্রমুখ।
No comments: