এই শতাব্দীর শেষদিকে সুপেয় পানি রপ্তানি করবে বাংলাদেশ'
২১০০ সাল মেয়াদি ব-দ্বীপ পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা গেছে। এই শতাব্দীর শেষদিকে সুপেয় পানি রপ্তানি করবে বাংলাদেশ। রোববার (১৯ জানুয়ারি) ঢাকা শহরের তাপমাত্রা বৃদ্ধি মোকাবিলা সংক্রান্ত এক সেমিনারে এ কথা বলেন পরিকল্পনা কমিশনের সদস্য এম শামসুল আলম।
বলেন, এই লক্ষ্য এখন হাস্যকর মনে হলেও, বাস্তবে রূপ দেয়া সম্ভব। যা আয়ের বড় খাত হয়ে উঠবে ভবিষ্যতে। এজন্য, ব-দ্বীপ পরিকল্পনায় থাকা জলাভূমি, খাল এবং নদ-নদীগুলোর সংস্কারের ওপর জোর দেন তিনি।
ঢাকা শহরের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে তিনি বলেন, যেখানে প্রতি বর্গকিলোমিটারে ৫৫ হাজার মানুষ বাস করে, সেখানে কোনো পরিকল্পনা বাস্তবায়নই সহজ নয়। এ সময় তাপমাত্রা কমাতে চলমান আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার কথা বলেন বক্তারা।
Tag: others
No comments: