ইজতেমায় এ পর্যন্ত ৭ মুসল্লির মৃত্যু
টঙ্গীতে ৫৫-তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে চলছে ধর্মীয় বয়ানসহ নানা আনুষ্ঠানিকতা। শনিবারও ইজতেমার ময়দানে মৃত্যু হয়েছে আরও ২ মুসল্লির। ফজরের নামাজের পর দু’জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ নিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত ৭ মুসল্লীর মৃত্যু হয়েছে।
বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশি সংখ্যক মুসল্লি অংশ নেয়ায় মূল ময়দান ছাড়িয়ে সড়ক, সড়ক দ্বীপ এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানেও আশ্রয় নিয়েছেন অনেক মুসল্লি। প্রচণ্ড শীত ও কনকনে হিমেল হাওয়া উপেক্ষা করে ধর্মীয় বয়ান শুনছেন তারা। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
এবারের ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে আট হাজার পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
রোববার আমবয়ানের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।
Tag: others
No comments: