মালিককেই খেয়ে ফেলল পোষা শূকর
পশু ভালোবাসেন বলে পোষা প্রাণীদের খামার গড়ে তুলেছিলেন এক পোলিশ কৃষক। তাদের যত্নেরও কোন কমতি ছিল না। কিন্তু শেষমেশ নিজের খামারের শূকরই খেয়ে ফেললো কারজিজেটফ নামের এই কৃষককে। ঘটনাটি ঘটেছে পোলান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর লুবিনে।
এ বছরের শুরু থেকেই নিখোঁজ ছিলেন ৭০ বছর বয়সী এই কৃষক। খুঁজে পাওয়া যাচ্ছিলো না কোথাও। অবশেষে তার নিজের খামারে কয়েক টুকরো মানুষের হাড় খুঁজে পান এক প্রতিবেশী।
পরবর্তীতে পরীক্ষা শেষে দেখা যায় এই হাড় ছিল সেই কৃষকের। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে খামারে অসুস্থ হওয়ার পর শূকর তাকে খেয়ে ফেলে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মৃত্যুর নির্দিষ্ট তারিখ বলা না গেলেও পুলিশ অনুমান করছে তার মৃত্যু ৩১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যেই হয়েছে। মাগডালেনা শারাফিন নামের স্থানীয় এক প্রসিকিউটর এ তথ্য নিশ্চিত করেছেন।
এই কৃষক তার খামারে একাই বাস করতেন। সেখানে অন্তত ১৪ টি শূকর ছিল। তার প্রতিবেশীদের অভিযোগ, এই শূকরগুলো বিশাল আকৃতির। ওদের ভয়ে কেউ সেখানে যেত না।
Tag: world
No comments: