কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
tennis1
এটিপি কাপের গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ও সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। জাপানের নিশিওকা কে হারিয়েছেন নাদাল আর জোকোভিচ হারিয়েছেন চিলির ক্রিস্টিয়ান গ্যারিনকে।
পনের মিলিয়ন ডলারের এটিপি কাপ, অনেকেই বলছেন টেনিসের বিশ্বকাপ। ২৪ দেশকে নিয়ে যাত্রা শুরু করেছে ৩ জানুয়ারি। অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ আর ব্রিসবেনে চলছে লড়াই।
গ্রুপ পর্ব অনেকটা শেষের পথে। ছিটকে গেছেন অনেকেই। তবে সেরা আটে ওঠার লড়াইয়ে উতরে গেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল।
পার্থের হার্ড কোর্টে যদিও এই স্প্যানিয়ার্ডকে শক্ত চ্যালেঞ্জ জানিয়েছেন জাপানী তারকা ইয়োশিহিতো নিশিওকা। প্রথম সেটে ৭-৬ এ জয়ের পর, দ্বিতীয় সেটে নাদাল জয় পান ৬-৪ সেটে। সবমিলিয়ে গ্রুপপর্বের তিন ম্যাচেই টানা জয় তুলে নিলেও, এই ম্যাচ শেষে নাম্বার ওয়ান তারকাকে স্বীকার করতে হলো, কতোটা কষ্টসাধ্য ছিল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইটা।
এদিকে নাদালের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জোকোভিচও তার দেশ সার্বিয়াকে তুলেছেন শীর্ষ আটে। চিলির ক্রিস্টিয়ান গ্যারিকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়েছেন দুই নাম্বার বাছাই। গ্রুপপর্বে টানা তিন জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েই সিডনি যাচ্ছেন জোকো।
৬টি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা দুই রানার্স-আপ দেশও খেলবে কোয়ার্টার ফাইনালে। এখন পর্যন্ত স্পেন, সার্বিয়া, ব্রিটেন, রাশিয়া এবং স্বাগতিক অস্ট্রেলিয়া শীর্ষ আট নিশ্চিত করেছে।
Tag: games
No comments: