জাবি’র নবীন শিক্ষার্থীরা পেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের (৪৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।
ব্যতিক্রমী এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনাও প্রদান করা হয়। ‘গণমাধ্যম, সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে জ্ঞানগর্ভ বক্তৃতা করেন অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জ ই মামুন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মঙ্গলবার জহির রায়হান মিলনায়তনে ৪৮তম আবর্তনের পাঁচজন প্রতিনিধি শিক্ষার্থীর হাতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বুধবার দুপুরে বিভাগের বাকি শিক্ষার্থীদের হাতে `অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি তুলে দেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।
এসময় বিভাগে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ, প্রভাষক মৃধা মোঃ শিবলী নোমান ও সাঈদ আল জামান। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ উপহার হিসেবে ৪৮তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, উপহার হিসেবে বই এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না।
নবীন শিক্ষার্থীরা যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারে এবং এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সৎ, সাহসী ও প্রতিবাদী হয়ে বড় হতে পারে সেই উদ্দেশ্য সামনে রেখে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান বিভাগীয় সভাপতি শেখ আদনান ফাহাদ।
তিনি বলেন: সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। এই ভাবনা থেকেই নবীনদের মাঝে অসমাপ্ত আত্মজীবনী তুলে দেয়া।
Tag: Zilla News
No comments: