ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাসের জানাযা ও দাফন সম্পন্ন
ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাসের জানাযা ও দাফন সম্পন্ন। বাদ এশা পিরোজপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে দাফন হয়েছে। ভাষা সৈনিক নজির হোসেনের কফিনে জেলাপ্রসাশনের পক্ষে এডিসি তৌফিকুর রহমান পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাঈনউদ্দিন ও পিরোজপুর ইউ পি চেয়ারম্যান আব্দুস সামাদ বিশ্বাস বাবলু সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
৫২’র ভাষা সংগ্রামের অন্যতম যোদ্ধা নজির হোসেন বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ১টার দিকে তিনি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নজির হোসেন বিশ্বাস সদর উপজেলার পিরোজপুর গ্রামে নিজ বাসভবনে বসবাস করতেন। কয়েকদিন আগে অসুস্থ হলে পরিবারের সদস্যরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই ভাষা সংগ্রামীর ছেলে মাসুদ হোসেন বিশ্বাস জানান, জানাযা শেষে পিরোজপুর গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, ভাষা সংগ্রামের জন্য মিছিল মিটিং পোস্টার লাগানোর অপরাধে মেহেরপুরের তৎকালীন সাত ছাত্রকে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে ওই সাত ছাত্রকে স্কুল থেকে রাজটিকিট দিয়ে বের করে দেওয়া হয়েছিল। তৎকালীন ভাষা সংগ্রাম কমিটির ছাত্ররা শহরে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে শহরে আন্দোলন করেছিলেন। তাদের একজন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের নজির হোসেন বিশ্বাস।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলেন।
Tag: Zilla News
No comments: