পদ্মাসেতুতে বসছে ২১তম স্প্যান
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ২১ তম স্প্যান বসানোর কাজ চলছে। স্প্যানটি ৩২ ও ৩৩ নম্বর পিলারের উপর বসানো হবে। এতে সেতুর ৩ হাজার ১৫০ মিটার দৃশ্যমান হবে।
আজ মঙ্গলবার সকালে কুয়াশার কারণে দেরিতে (১১টায় দিকে) স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়।
গতকাল সোমবার স্প্যানটি মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে আনা হয়েছে। স্প্যানটি মাওয়া থেকে ভাসমান ক্রেনের সাহায্যে এনে ৩২ ও ৩৩ নং পিলারের মাঝামাঝি স্থানে কিছুটা উঁচু করে ঝুলিয়ে রাখা হয়েছে। দুই পিলারের মাঝা-মাঝি স্থানে অবস্থান করছে স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি।
এরপর জাহাজটি নোঙ্গর করে ১২টি এ্যাঙ্কর দিয়ে শক্ত করে স্প্যানটি ২ খুঁটির মাঝামাঝি স্থানে ঝুলিয়ে রাখা হয়। ২০তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২১ তম স্প্যানটি।
পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ৩৬টি পিলারের। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।
Tag: Featured
No comments: