প্রকল্পের যন্ত্রপাতি চালানোর লোক আছে কিনা দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্পে যন্ত্রপাতি কেনার আগে সেসব পরিচালনায় দক্ষ জনশক্তি আছে কি না খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থবছরের ১৮ তম সভায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) মোট ৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।
এর মধ্যে মোংলা বন্দরের অভ্যন্তরীণ চ্যানেলের ড্রেজিং প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৯৩ কোটি ৭২ লাখ টাকা। মোংলা বন্দরে এখন ৭ থেকে সাড়ে ৭ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারে। ড্রেজিং করলে এটি ১০ থেকে ১৫ শতাংশে পৌঁছাবে। পদ্মাসেতু তৈরির পর ১০ থেকে ১৫ শতাংশ পণ্য পরিবহন সক্ষমতা বাড়লে বছরে ৩ হাজার জাহাজ হ্যান্ডেলিং করা যাবে মোংলায়।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে রংপুর সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যানবাহন ক্রয় প্রকল্প, হাতিরঝিল-বনশ্রী-চিটাগাং রোড চার লেনে উন্নীতকরণ প্রকল্প।
No comments: