আইনের বাইরে সুযোগ দেওয়া সম্ভব নয়: মাহবুব তালুকদার
al-ec-2
আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দল বৈঠক করেছেন। ১১ সদস্যের দলের প্রতিনিধিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম।
বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এইচ টি ইমাম বলেন, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রচারণার অবারিত সুযোগ পাচ্ছে কিন্তু এমপি-মন্ত্রীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণে বাধা থাকায় আওয়ামী লীগকে বিপাকে পড়তে হচ্ছে।
তবে আইনের বাইরে কোনো সুযোগ দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি বলেন, আমাদের বিদ্যমান আইনে যা আছেন তার বাইরে আমাদের যাওয়া সম্ভব না। আইনত মাননীয় মন্ত্রী-সংসদ সদস্যরা নির্বাচনী প্রচার কার্যে তারা অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচনী কার্যক্রমেও তারা অংশগ্রহণ করতে পারবে না। তবে যার যার ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারবেন
Tag: Featured
No comments: