বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মেহেরপুর সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে নবীন বরণ এর সূচনা করা হয়। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সোলাইমান আলীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল হক, মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী রহমান, তৎকালীন জেলা প্রশাসক এ এইসএম মাসুদের পত্নী ও কলেজ পরিচালনা কমিটির সদস্য জামিলা আক্তার মনি, সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি রাশেদুল হক, নবীনবরণ কমিটির আহবায়ক খালেকুজ্জামান, কলেজ প্রতিষ্ঠাকালীন প্রভাষক নুরুল আহমেদ, মিরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফুয়াদ খান। অনুষ্ঠানের মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী অনামিকা সুলতানা লাজুক, বক্তব্য রাখেন একই ক্লাসের এরিনা আজিজ জেসি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাধনা খাতুন ও সোহানা আক্তার। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং পরে নবাগত ছাত্রীদের হাতে গোলাপ ফুল দিয়ে এবং ফুল ছিটিয়ে বরণ করা সহ মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে নবীন ও প্রবীণ ছাত্রীদের পদভারে সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুর সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
Tag: Zilla News
No comments: