ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় উজ্জ্বল মিয়া (৩৫) নামে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের ৪ জন, তারা সবাই ওই প্রাইভেটকারটির যাত্রী।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মহাসড়কের চৈতন্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল মিয়া কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার মফিজ উদ্দীনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ব্যক্তিগত প্রাইভেটকারটির চালক ছিলেন।
আহতরা হলেন- শিবপুরের যশোর ইউনিয়নের শরীফপুর গ্রামের হাসান আলীর ছেলে আবদুল আজিজ (৫০), হযরত আলীর ছেলে সালাউদ্দিন (৫৪) ও তার স্ত্রী সুলতানা বেগম (৪০) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হোসেনের ছেলে মাশরাফি (২২)। আহতদের সবাই একই পরিবারের সদস্য।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, রায়পুরার আদিয়াবাদে মেয়ের জামাইয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। যাত্রীবাহী প্রাইভেটকারটি চৈতন্যা বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী যাতায়াত পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। গুরুতর আহত অবস্থায় তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক উজ্জ্বল মিয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় একজনসহ বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments: