সাংবাদিককে হাতকড়া পরানোর প্রতিবাদে মানববন্ধন
বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান রাকিব উদ্দিন পান্নুর ওপর হামলার প্রতিবাদে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে পৌর শহরের প্রেসকাব মোড় এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সাংবাদিক সমাজ সহ উপজেলার সচেতন মহলরা অংশ নেয়।
গত ৫ জানুয়ারি খুলনা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থার অনিয়মের সংবাদ সংগ্রহকালে ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু খুলনার ওয়াসা নিম্নমানের কাজের সাংবাদ সংগ্রহ করতে গেলে ওয়াসার চায়না ঠিকাদাররা তার উপর হামলা চালায়। খবর পেয়ে কেএমপির ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) রেজাউল বাশার ঘটনাস্থলে হাজির হয়ে ওই কর্মকর্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক পান্নুর হাতে হাতকড়া পরায়। এই ঘটনায় খুলনা সহ সারা দেশেই সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে।
এরই প্রতিবাদে দুর্গাপুরে মানব বন্ধন করেছে সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলো দুর্গাপুর প্রেসকাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাবেক প্রেসকাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাবেক প্রেসকাব সভাপতি সাহাদাত হোসেন কাজল, সাবেক প্রেসকাব সভাপতি মোহন মিয়া, সাংবাদিক জামাল তালুকদার, সুমন রায়, দুর্গাপুর একাত্তর টিভি প্রতিনিধি রিফাত আহমেদ রাসেল, সাংবাদিক রাজেশ গৌড় সহ উপজেলার বিভিন্ন শ্রেণীর সচেতন মহল।
No comments: