অপরিকল্পিত শহরকে পরিকল্পিত শহর হিসাবে গড়বো: আতিকুল
বিজয়ী হয়ে অপরিকল্পিত শহরকে পরিকল্পিত শহর হিসাবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
দুপুরে আগারগাঁও এলাকায় দিনের প্রচারণার শুরুতে এই প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, নৌকা বিজয়ী হলে খেলার মাঠের জন্য বিশেষ পরিকল্পনা নেয়া হবে। একই সাথে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান আতিকুল ইসলাম। এছাড়াও উত্তর সিটিকে মাদক মুক্ত করতে জিহাদ ঘোষাণা করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বিজয়ী হলে প্রতি বছর মেয়র-কাউন্সিলরদের সম্পদের হিসাব নেয়া হবে। এসময় বিএনপিকে মিথ্যা প্রচার থেকেও বিরত থাকার আহ্বান জানান আতিকুল ইসলাম।
Tag: politics
No comments: