Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » হিটলার, আপনি কি ‌লোক কল্যাণ মার্গে আছেন?‌’ মোদির বিরুদ্ধে সুর চড়ালেন সোনিয়া




প্রথমে দিল্লি। তারপর আমেদাবাদ। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। নরেন্দ্র মোদি–কে সরাসরি হিটলার বলে দিলেন তিনি। মঙ্গলবার একাধিক টুইট করেন সোনিয়া। তার মধ্যে একটি টুইটে তিনি লেখেন, ‘হিটলার, আপনি কি ‌লোক কল্যাণ মার্গে আছেন?‌’‌ আরও একটি টুইটে লেখা হয়, ‘‌হিটলার এবং নাৎসিদের আদর্শ মেনে চলে আরএসএস। এখন আর কোনও সন্দেহই নেই, কেন্দ্রের মোদি সরকার আরএসএস–এর আদর্শ মেনে তাদের ইচ্ছে পূরণ করছে। বিজেপির সমস্ত কার্যকলাপ, প্রচার এবং ক্ষমতা প্রদশর্নের ধরণ জার্মানির হিটলার রাজকেই মনে করায়। এই মুহূর্তে দাঁড়িয়ে গান্ধীজির অহিংসবাদই আমাদের রক্ষা করতে পারে। হিটলার যেভাবে জার্মানিতে নাগরিকত্ব আইন এনে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, ঠিক সেভাবেই কেন্দ্রের বিজেপি সরকার কোটি কোটি মানুষকে দেশছাড়া, গণহত্যা করতে চাইছে।’‌ সম্প্রতি জেএনইউ কাণ্ডে পড়ুয়াদের এপর এবিভিপির গুন্ডাবাহিনীর হামলার ঘটনায় সরব হয়েছিলেন সোনিয়া গান্ধী। মঙ্গলবার আমেদাবাদে জেএনইউ কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বেশ কিছু পড়ুয়া। তাঁদের ওপরেও চড়াও হয় এবিভিপির গুন্ডাবাহিনী। সেই ঘটনার পরই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন সোনিয়া।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply