বিচ্ছিন্নতাবাদীদের সহায়তার অভিযোগে কাশ্মীরে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
বিচ্ছিন্নতাবাদী সংগঠন-হিজবুল মুজাহিদিন সদস্যদের আশ্রয় দেয়ার অভিযোগে গ্রেফতার হলেন জম্মু-কাশ্মিরের পুলিশ কর্মকর্তা দাবিন্দর সিং।
একই সাথে সংগঠনটির তিন সদস্যকেও গ্রেফতার করা হয়। দাবিন্দর সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুটি পিস্তল ও একটি একে-ফোরটি সেভেন রাইফেল।
কর্তৃপক্ষ জানায়, বিচ্ছিন্নতাবাদীদের সাথে নিয়ে শ্রীনগর ছাড়ছিলেন দাবিন্দর। এসময়, হাইওয়ের তল্লাশি চৌকিতে ধরা পড়েন তারা। এর আগেও, একাধিকবার বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই তার ওপর নজর রাখছিলো নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা।
Tag: world
No comments: