কুষ্টিয়ার খোকসা থানায় দায়েরকৃত স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানাও করে আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুষ্টিয়ার খোকসা উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল কাদের।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যৌতুকের দাবিতে আব্দুল কাদের তার স্ত্রী মিলি খাতুনকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করে। আহত মিলিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত গৃহবধূ মিলির মামা সাইফুল ইসলাম বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ মে আদালতে চার্জশিট দেয় খোকসা থানা পুলিশ।
Tag: others
No comments: