অস্ট্রেলিয়ায় দাবানল: দুঃখপ্রকাশ করলেন স্কট মরিসন
অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল এতদিন দীর্ঘায়িত হওয়ায় তীব্র সমালোচনার মুখে দুঃখপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
তবে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়ার করিয়ং এলাকার দাবানলের মাত্রা বৃদ্ধি পাওয়ার পর সেই বিষয়টি নিয়ে সরকারের প্রতিক্রিয়ায় তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।
এমন একটি ভয়াবহ পরিস্থিতি এবং তার সরকারের আমলে জলবায়ু নীতি নিয়ে তিনি এত দিন কোনো প্রতিক্রিয়া জানাননি।
প্রধানমন্ত্রী স্কট মরিসন এর আগে এমন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ৬৯ হাজার মার্কিন ডলার ত্রাণ সহায়তা দেয়ার কথা জানিয়েছিলেন। এছাড়া আরও ২ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার আগামি দুই বছরে পুনর্বাসন কর্মকাণ্ড পরিচালনার জন্য বরাদ্দ করা হবে বলেও বলেছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কিন্তু তীব্র সমালোচনার মুখে এবারই তিনি দাবানলে পুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ করেছেন।
সেপ্টেম্বরে আগুন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৮ জন মারা গেছে। পুড়ে ধ্বংস হয়ে গেছে ১২০০ এরও বেশি বসত বাড়ি ও ৫৫ লাখ হেক্টর জমি। হাজার হাজার পশুপাখি আগুনে পুড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই দাবানলে প্রায় ৫০ কোটি প্রাণী মারা গেছে। অন্যদিকে রাজধানী ক্যানবেরার বাতাসের মান সম্প্রতি বিশ্বে সবচেয়ে খারাপ বলে উল্লেখ করা হয়েছে।
আগুনে যারা ঘর-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন তাদের সহায়তায় একটি সংস্থা চালু করার ঘোষণা দিয়েছেন মরিসন। এমনকি দাবানলে তার প্রতিক্রিয়ার জন্য কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। এই সংকটের মধ্যেও হাওয়াইয়ে ছুটি কাটাতে যাওয়ার কারণেও সমালোচনা শুনতে হয়েছে তাকে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই আগুনের তীব্রতা বাড়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। তবে বরাবরই এই কারণকে এড়িয়ে গেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিচ্ছেন দাবি করলেও আদতে পরিবর্তন মোকাবিলায় তেমন কোনও ভূমিকা নিতে দেখা যায়নি তাকে।
Tag: world
No comments: