মৃত পরিকল্পনা ভূমিষ্ঠ করেছেন ট্রাম্প: তুরস্ক
ট্রাম্প (বামে) ও নেতানিয়াহু (ডানে)
ট্রাম্প (বামে) ও নেতানিয়াহু (ডানে)
ফিলিস্তিন-বিরোধী মার্কিন পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি'-কে মৃত পরিকল্পনা হিসেবে ঘোষণা করেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে বলেছে, এই পরিকল্পনার জন্মই হয়েছে মৃত অবস্থায়।
এতে আরও বলা হয়েছে, গোটা ফিলিস্তিনকে গিলে খাওয়ার জন্যই এ পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প। এর মধ্যদিয়ে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের সম্ভাবনারও ইতি ঘটানোর ষড়যন্ত্র চলছে। তুরস্ক আরও বলেছে, বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের রেড লাইন। ফিলিস্তিনি ভূখণ্ড ও সেখানকার মানুষ বিক্রয়যোগ্য নয়।
তুরস্ক সব সময় ফিলিস্তিনিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির উপ-প্রধান নোমান কুরতুলমুশ বলেছেন, তুরস্ক ট্রাম্পের পরিকল্পনার বিরোধী। তুরস্ক বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিন এমনকি গোটা মুসলিম বিশ্বের রাজধানী বলে মনে করে।
মার্কিন পরিকল্পনায় বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ফিলিস্তিনিদের সঙ্গে ভাগাভাগির পরিবর্তে দখলদার ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে রাখার কথা বলেছে। এছাড়া ফিলিস্তিনিদের অন্যান্য অধিকার হরণ করার কথাও রয়েছে ওই পরিকল্পনায়।
বায়তুল মুকাদ্দাসেই মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা অবস্থিত।#
Tag: world
No comments: