তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত; নিহত ১৭৬
ইরানের তেহরানে ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে পারান্দ এলাকায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭৬ জন আরোহীর সবাই নিহত হয়েছে। এর মধ্যে ১৬৭ জন যাত্রী ও ৯ জন ক্রু রয়েছে।
সেখানে এখনও উদ্ধার তৎপরতা চলছে।
ইমাম খোমেনী (রহ.) বিমান বন্দর সিটির মুখপাত্র আলী কাশানি বলেছেন, উড্ডয়নের পর বিমানটিতে আগুন ধরে যাওয়ায় তা বিধ্বস্ত হয়েছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
যান্ত্রিক ত্রুটির কারণে ইউআইএ এয়ারলাইন্সের পিএস৭৫২ বিমানটি এক ঘণ্টা দেরিতে তেহরানে ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পর তেহরানের পারান্দ শহরের কাছে বিধ্বস্ত হয়।
বিমানটি তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Tag: world
No comments: