পাকিস্তান থেকে ফিরেই অনুশীলনে লিটন
পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ দল নিরাপদে দেশে ফিরেছে সোমবার গভীর রাতে। মঙ্গলবার সকালেই মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নেমে পড়েন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। জাতীয় দলের ক্রিকেটারদের বসে থাকার সুযোগ নেই। শুক্রবারই শুরু হচ্ছে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসর বিসিএল।
জাতীয় দলের সব ক্রিকেটারই খেলবেন বিসিএলের প্রথম রাউন্ডে। যে কারণে পাকিস্তান থেকে ফিরেই লিটনকে যোগ দিতে হয়েছে বিসিবি নর্থ জোনের আনুষ্ঠানিক অনুশীলন সেশনে।
চার দিনের ম্যাচে নামার আগে টি-টুয়েন্টি দলের ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পাবেন মাত্র দুইদিন। বেশি বিশ্রাম নেয়ার সুযোগও নেই।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিসিএলের প্রথম রাউন্ড শেষ হবে ৩ ফেব্রুয়ারি। পরে পাকিস্তানে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি হবে সিরিজের প্রথম টেস্ট। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৫-৯ এপ্রিল। তার আগে ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এপ্রিল-মে’তে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। আগামী চার মাস ব্যস্ত সময় কাটাতে হবে ক্রিকেটারদের।
Tag: games
No comments: