চীন থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিবন্ধন শুরু
করোনা ভাইরাস থেকে বাঁচতে চীনের উহান থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিবন্ধনের কাজ শুরু করেছে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস।
তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ কী ধরনের উড়োজাহাজ পাঠাবে তাও জানতে চেয়েছে চীন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানিয়ে ছিলেন, চীনের সর্বোচ্চ সতর্কতামূলক বিধি নিষেধের কারণে তাদের আগামী ৬ ফেব্রুয়ারির আগে দেশে ফেরানো যাবে না।
এরইমধ্যে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার। এ পর্যন্ত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে অন্তত ১৬টি দেশে।
এর মধ্যে শ্রীলঙ্কা এবং জার্মানিতে প্রথমবারের মতো শনাক্ত করা হয়েছে ভাইরাসটি। এছাড়াও থাইল্যান্ডে নতুন করে ৬ জন এবং ফ্রান্সে এ পর্যন্ত ৪ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা।
এদিকে চার্টার্ড বা বিশেষ বিমানে করে নাগরিকদের চীনের উহানসহ দেশটির বিভিন্ন শহর থেকে ফিরিয়ে আনতে শুরু করেছে জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
No comments: