গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
পরিবারের সদস্য ও দলের কয়েকজনকে সঙ্গে নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আজ রোববার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ইজতেমার মোনাজাতে অংশ নেন তিনি। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা-কর্মচারীরা গণভবন থেকে মোনাজাতে শরিক হন।
রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
রোববার সকাল ১১টা ৮ মিনিটে শুরু হয়ে ১১টা ৪৬ মিনিটে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মুরব্বি কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। মোনাজাতে বিশ্বের কল্যাণ কামনা করা হয়।
এর আগে ভোরে ফজরের পর থেকে মোনাজাতের আগ পর্যন্ত চলে হেদায়েতি বয়ান।
১৭ জানুয়ারি শুরু হবে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ ছাড়া আগামী বছর ৮ থেকে ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আজ রোববার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ইজতেমার মোনাজাতে অংশ নেন তিনি। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা-কর্মচারীরা গণভবন থেকে মোনাজাতে শরিক হন।
রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
রোববার সকাল ১১টা ৮ মিনিটে শুরু হয়ে ১১টা ৪৬ মিনিটে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মুরব্বি কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। মোনাজাতে বিশ্বের কল্যাণ কামনা করা হয়।
এর আগে ভোরে ফজরের পর থেকে মোনাজাতের আগ পর্যন্ত চলে হেদায়েতি বয়ান।
১৭ জানুয়ারি শুরু হবে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ ছাড়া আগামী বছর ৮ থেকে ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
No comments: