ভারতে বাঘের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজার
বাঘের সংখ্যার সর্বশেষ শুমারি রিপোর্ট অনুযায়ী ভারতে বাঘের সংখ্যা আরও বেড়েছে।
দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বাঘ শুমারির রিপোর্ট-২০১৮তে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ) এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বর্তমানে প্রাপ্তবয়স্ক বাঘের সংখ্যা ২,৯৬৭।
বাঘের সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়েছে ভারতের উত্তরাখন্ডের পশ্চিম সার্কেলে। পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৪ সালে যেখানে বাঘের সংখ্যা ছিল ৭৯ সেখানে ২০১৮ সালে সংখ্যা প্রাপ্ত বয়স্ক বাঘের বেড়ে দাঁড়িয়েছে ১১৯।
তবে সম্প্রতি বাঘের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায় ভারতের তারাই এলাকায় বাঘের বাচ্চা নিয়ে হাঁটছে একটি বাঘিনী। চিত্রই প্রমাণ করে এই অঞ্চলটিতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ছবিটি টুইটারে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভীন কাসওয়ান শেয়ার করেন। এবং ক্যাপশনে লিখেন-ছবিটি একটি জাদুকরী চিত্র। বাঘের সাথে সাথে বাঘের বাচ্চাদের গণনার সময় এখন থেকেই। আমি জানি এই ছবি দেখে প্রত্যেকে আনন্দিত হয়েছে। প্রজাতিগুলি বিলুপ্তি থেকে ফিরে আসার প্রচেষ্টা সফল হচ্ছে।
Tag: world
No comments: