নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ ন্যাক্কারজনক
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম
াহবুব উল আলম হানিফ।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভনেত্রী রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, জাতি এটা প্রত্যাশা করে না।
এসময় বিদেশি কূটনীতিকদের নিজেদের সীমার মধ্যে থেকে কাজ করা জন্য অনুরোধ জানান এই আওয়ামী লীগ নেতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের বিরুদ্ধে সিটি নির্বাচনে কেন্দ্র দখলের যে অভিযোগ করেছিলেন তা পুরোপুরি ভিত্তিহীন বলেও জানান হানিফ।
তিনি বলেন, বিএনপিই যে তার সন্ত্রাসীবাহিনী দিয়ে নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে চায় ইতিমধ্যে তা প্রমাণিত।
এসময় তিনি আরও বলেন, বিএনপি যতই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করুক আইনশৃঙ্খলা বাহিনী ভোটারদের নিরাপত্তার স্বার্থে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে।
ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এসময় অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এবার রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
No comments: