রাজবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত
হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার বিকাল ৩টার দিকে সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যশোর-বেনাপোল থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এরমধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
No comments: