ধর্ষক মজনুর ১০ দিনের রিমান্ড আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মো. মজনুকে আদালতে তোলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরেই মজনুকে আদালতে তোলা হয়।
এর আগে বুধবার মজনুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন, আজ দুপুরে ঢাকা নিম্ন আদালতে গ্রেফতার মজনুকে তোলা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হবে।
গত রোববার ঢাবির দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী রাজধানীর শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের শিকার হন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত ১০টার দিকে যখন তার জ্ঞান ফেরে, তখন সেখান থেকে তিনি বান্ধবীর বাসায় গিয়ে ঘটনা খুলে বলেন। পরে রাত ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। পরদিন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তার বাবা। এদিকে ওই ধর্ষণের ঘটনায় মজনু নামে ওই ভবঘুরেকে গ্রেফতার করে র্যাব।
No comments: