পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের
ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর পারস্য উপসাগরীয় এলাকায় যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ভারত।
সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিরক্ষা পরিকাঠামো রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের নৌবাহিনী।
নৌবাহিনীর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, উপকূলীয় এলাকায় নজর রেখেছে ভারত। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয় অবস্থায় রাখা হয়েছে নৌবাহিনীকে।
কূটনৈতিক সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকায় বলা হয়, ‘আমেরিকার প্রতি বিশ্বস্ত থেকেও ইরানকে চটাতে চাইছে না ভারত। চাবাহার বন্দরে বিপুল বিনিয়োগ, ইরানের সহায়তায় পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানসহ পশ্চিম এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো, পরে ফের তেল আমদানির রাস্তা খুলে রাখার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে।’
Tag: world
No comments: