কুষ্টিয়া মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যা, মাকে কুপিয়ে জখম
সদর উপজেলার হরিনারায়ণপুরে স্ত্রীকে হত্যার পর মা’কে কুপিয়ে গুরুতর জখম মোঃ আওয়াল নামে এক মাদকাসক্ত যুবক। আজ বুধবার সকাল ৬ টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হরিনারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার মহাদেবপুরের বাসিন্দা করিম বিশ্বাসের ছেলে আওয়াল মাদকের টাকার জন্য বিশৃঙ্খল আচরণ করে আসছিল। আজ ভোর ৫টার দিকে মাদকের টাকার জন্য বাবা মা ও স্ত্রীর সাথে অসদাচরণ শুরু করে। এক পর্যায়ে আওয়াল ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী ও মাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে স্ত্রী জাহানারা ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মা’কে নেওয়া হয় কুষ্টিয়া সদর হাসপাতালে। এঘটনায় পুলিশ মাদকাসক্ত যুবক আওয়ালকে আটক করেছে।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ জানান, মাদকের টাকার জন্য এহত্যার ঘটনা ঘটতে পারে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আওয়ালকে আটক করা হয়েছে।
Tag: Zilla News
No comments: