শুরু হলো জাতীয় উশু প্রতিযোগিতা
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে আজ শুরু হলো শহীদ আহসান উল্লাহ মাস্টার ১৪তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ-২০১৯। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চার দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে চায়না- বাংলা সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক মো: সিরাজুল ইসলাম মোল্লা এবং উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পুরুষ ১৬টি ও নারী ১৪ টি ওজন ক্যাটাগরিতে ২৯টি দলের মোট চারশ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ ডাক বিভাগসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার প্রতিযোগিরা সান্দা ইভেন্টে পুরুষ ৯ টি ও নারী ৭ টি ওজন শ্রেণীতে এবং তাউলু ইভেন্টে পুরুষ ৭ টি ও নারী ৭টি ওজন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে
Tag: games
No comments: