ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত
হয়েছে। আজ শুক্রবার বিকেলে মহেশপুর উপজেলার জাগুসা-নাটিমা গ্রামের মাঠে ট্রাক্টরের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২), নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (২৪) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৬) ।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, তিনজন মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর থেকে মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রামের বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ওই তিনজন গুরুতর আহত হয়।
সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Tag: Zilla News
No comments: