সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
সিরাজগঞ্জে কলেজছাত্র সোহেল হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের ইউসুফ রেজা, আল-আমিন এবং মোহন তালুকদার।
পুলিশ জানায়, মঙ্গলবার (০৭ জানুয়ারি) ঢাকার নবিনগর এলাকায় অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৯ সালের ২৩ আগস্ট কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় একই গ্রামের মোহন তালুকদার ও তার লোকজন। এসময় মোতালেব তালুকদারের ছেলে সোহেলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সোহেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা শিউলি বেগম বাদী হয়ে থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে এ মামলায় ৪ জনকে গ্রেফতার করা হলো।
Tag: Zilla News
No comments: