অস্ট্রেলীয় ওপেনারের বিশ্বকাপ কেড়ে নিলো বানর
দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর কিম্বার্লির এক চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া কাল হলো অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্র্যাজারের। ওই চিড়িয়াখানার এক বানর তার মুখে আক্রমণ করায় এই বিশ্বকাপে আর ম্যাচ খেলা হচ্ছে না ১৭ বছর বয়সী এই ক্রিকেটারের।
যদিও মঙ্গলবারের ওই দুর্ঘটনার পর বুধবার মাঠে নেমেছিলেন তিনি। তবে ভারতের বিপক্ষে ম্যাচটিতে কোনো রান না করেই ২২ গজ ত্যাগ করেছেন তিনি। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে ৭৪ রানে হারের পর এবারের মতো বিশ্বকাপের আশা বাদ দিতে হচ্ছে অজিদের।
তবে পঞ্চম স্থান নির্ধারণী আরও দুটি ম্যাচ খেলতে হচ্ছে অজিদের। যদিও বানরের আচঁড়ের কারণে ইনজুরির শিকার ফ্র্যাজার আর খেলতে পারছেন না সামনের ম্যাচ দুটিতে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে ফ্র্যাজারকে। সেখানেই দ্রুত উন্নত চিকিৎসা দেয়া হবে তাকে। চলমান যুব ক্রিকেটারদের সর্বোচ্চ আসরের কোনো ম্যাচে আর পাওয়া যাচ্ছে না তাকে।
তবে সুস্থ হয়ে খুব দ্রুতই মাঠ ফেরার প্রত্যাশার কথা জানিয়েছেন ফ্র্যাজার।
No comments: