'শান্তি নয় রাজনৈতিক খেলায় মেতেছেন ট্রাম্প-নেতানিয়াহু'
ট্রাম্প-নেতানিয়াহুর তথাকথিত ডিল অব দ্য সেঞ্চুরির বিরুদ্ধে থামছেই না বিক্ষোভ। রাস্তায় নেমেছেন হাজার হাজার ফিলিস্তিনি। বিশ্লেষকরা বলছেন, এই শান্তি প্রস্তাবে কেবল উপকৃত হবে ইসরায়েল। তাদের শান্তি নিয়ে কোনো পরিকল্পনা নেই বরং রাজনৈতিক খেলায় মেতেছেন, ট্রাম্প-নেতানিয়াহু।
ট্রাম্প-নেতানিয়াহুর শান্তি পরিকল্পায় অশান্ত ফিলিস্তিন। বিক্ষোভ চলছে গাজা ও পশ্চিমতীরে।
ট্রাম্পের ঘোষণার পরপরই রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। ক্ষোভ প্রকাশ করেন তথাকথিত ডিল অব দ্যা সেঞ্চুরির বিরুদ্ধে।
ইসরায়েলি অধ্যাপক ড. গেইল তালশির বলেন, এটা শান্তি পরিকল্পনা? এখানে এক পক্ষই জিতবে। আর তা হল ইসরায়েল। সবকিছুই করা হচ্ছে আমেরিকা, ইসরায়েল ও কিছু আরব নেতার স্বার্থ রক্ষার জন্য। শুধুমাত্র ফিলিস্তিনিদের ছাড়া। আমি জানি না কেন এটাকে শান্তি পরিকল্পনা বলা হচ্ছে।
চুক্তিতে ফিলিস্তিন ও ইসরায়েলের আয়তন নিয়ে বেশকিছু বিষয়ের উল্লেখ রয়েছে। বলা হয়েছে, কোনো পক্ষকেই বসতি থেকে উৎখাত করা হবে না। এর অর্থ, বর্তমানে ফিলিস্তিন ভূখন্ডে যে সাড়ে ৪ লাখ ইসরায়েলি বসবাস করে তাদেরকে সরিয়ে নেবে না ইসরায়েল।
ফিলিস্তিনিরা বলছেন, আমরা ডিল অব দ্যা সেঞ্চুরি প্রত্যাখ্যান করছি। তাদেরকে বলতে চাই ফিলিস্তিন বিক্রির জন্য নয়। এসব পরিকল্পনা কোনো দিনই বাস্তবায়ন হবে না। এদিকে বিক্ষোভকারী এক ফিলিস্তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় এবং ইসরায়েলকে বয়কট করতে আন্দোলন করছি। আমরা সবসময় ফিলিস্তিনি জনগনের পাশে থাকবো।
অভিশংসন নিয়ে মার্কিন সিনেটে চাপে আছেন ট্রাম্প আর দুর্নীতি মামলার দায় কাঁধে নিয়ে ঘুরছেন নেতানিয়াহু। এতে হুমকিতে তার রাজনৈতিক ক্যারিয়ার। তাই এমন পরিকল্পনা মানুষের দৃষ্টি অন্যদিকে নেয়ার প্রচেষ্টা বলছেন ইসরায়েলি অধ্যাপক ড. গেইল তালশির। তিনি বলেন, এই পরিকল্পনা নেতানিয়াহুর রাজনৈতিক পরিকল্পনার অংশ। সে তার রাজনৈতিক প্রচার করছে। এটা তার রাজনৈতিক ক্যারিয়ার রক্ষার লড়াই। তাই তিনি এই বিশাল ঝুঁকি নিলেন।
কথিত শান্তি পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তুরস্ক, জর্দানসহ বিশ্বের বিভিন্ন দেশেও।
Tag: world
No comments: